জিয়া উদ্দিন আলমের কথায় মাহতিম শাকিবের গান

জিয়া উদ্দিন আলমের কথায় মাহতিম শাকিবের গান

অনলাইন ডেস্ক :

মাহতিম শাকিব এর নতুন গান ‘রঙ মিছিল’ মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে ২৩ নভেম্বর মঙ্গলবার বিকেল এমআর ফিল্মস ইউটিউব চ্যানেলে। গীতিকার জিয়াউদ্দিন আলমের কথায় গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কাউসার খান।

সাভারে একটি রিসোর্টে নির্মিত ‘রঙ মিছিল ’। মিউজিক ভিডিওতে মডেল হয়েছে মাহতিম শাকিব ও ফারজানা ইয়াসমিন আন্না । মিউজিক ভিডিওটি, এডিটিং, কালার ও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

এ ব্যাপারে মাহতিম শাকিব বলেন, জিয়াউদ্দিন আলম ভাইয়ের কথায় আবারও গান গাওয়ার সুযোগ হয়েছে আমার। জিয়াউদ্দিন আলম ভাইয়ের কথা চারটি গান করছি, দুই গান প্রকাশ হয়েছে। বাকি দুটি গান খুব শিগগিরই প্রকাশ হবে । খুবই ভালো লিখেন তিনি। আর কাওসার খান ভালো মিউজিক করছেন। রঙ মিছিল গানটি নিয়ে বলতে হলে বলবো আমার সব গানের থেকে এই গানটি আলাদা একটি গান হয়েছে।

জিয়াউদ্দিন আলম বলেন, মাহতিম শাকিব এই সময়ের একজন মেধাবী শিল্পী। খুবই ভলো কন্ঠের অধিকারী সে। রঙ মিছিল গানটি ওর অন্য গান থেকে আলাদা মনে হয়েছে আমার কাছে। বাকিটা শ্রোতারা ভালো বলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *