জুলফিকার রাসেলকে প্রশংসাপত্র উপহার দিলেন এআর রহমান

জুলফিকার রাসেলকে প্রশংসাপত্র উপহার দিলেন এআর রহমান

অনলাইন ডেস্ক :

গীতিকবি জুলফিকার রাসেলের প্রশংসায় পঞ্চমুখ উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান। গত ২৯ মার্চ নিজ হাতে জুলফিকার রাসেলের হাতে অ্যাপ্রেসিয়েশন লেটার তুলে দেন অস্কারজয়ী এই শিল্পী।

মঙ্গলবার (৫ এপ্রিল) জুলফিকার রাসেল তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে বিষয়টি জানান। ক্যাপশনে তিনি বলেন—‘গ্র্যামি ও অস্কার বিজয়ী কিংবদন্তি এ আর রহমান আমার লেখা দুটি গান সুর করেছেন, গেয়েছেন—এটাই ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করি। গত বছর গান দুটির কাজ সম্পন্ন হওয়ার পর তার সঙ্গে আমার আবার দেখা হবে, কথা হবে এটা প্রত্যাশা করিনি। কিন্তু হলো। ঢাকায় কনসার্ট উপলক্ষে তার সঙ্গে আবার যোগাযোগ হলো, দেখা হলো, সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা ঘটনাও ঘটলো।’

গত ২৯ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্ট শেষে জুলফিকার রাসেলের সঙ্গে দেখা করেন এ আর রহমান। তা জানিয়ে জুলফিকার রাসেল বলেন, ‘২৯ মার্চ মিরপুরে কনসার্ট শেষ হবার কিছুক্ষণ আগে আমাকে আর টিনাকে তার টেন্টের ড্রেসিং রুমে নিয়ে বসানো হয়। কনসার্ট শেষ হলে এ আর রহমান টেন্টে প্রবেশ করেই কুশল বিনিময় করেন এবং এই অ্যাপ্রেসিয়েশন লেটার নিজ হাতে তুলে দেন। প্রায় বাকরুদ্ধ অবস্থা আমার! আমি সত্যিই ভাগ্যবান। সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা।’

জুলফিকার রাসেল অ্যাপ্রেসিয়েশন লেটারের একটি কপি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, এ আর রহমানের প্যাডে লেখা হয়েছে অ্যাপ্রেসিয়েশন লেটার। এতে এ আর রহমান লিখেন, ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে দুটি গানের সুর ও পারফর্ম করেছিলাম। হিন্দি ও বাংলা ভাষার এ গান দুটি লিখেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার জুলফিকার রাসেল। বাংলাদেশ এরকম বড় একটি কাজে আমাকে বিবেচনা করেছে, যা আমার জন্য অনেক সম্মানের ছিল। রাসেল ভারতে এসেছিলেন, রেকর্ডিংয়ের সময়ে এটি নিয়ে তার সঙ্গে অনেক আলোচনা করেছি। আমরা এটি নিয়ে প্রায় এক বছর একসঙ্গে কাজ করেছি। তিনি খুবই সৃষ্টিশীল মানুষ। তার জন্য আমার অনেক শুভ কামনা। আমরা ভবিষ্যতে একসঙ্গে কাজ করব।

উল্লেখ্য, বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনের ‘মুজিব চিরন্তন’ উৎসব অনুষ্ঠিত হয়। গত বছরের ২৬ মার্চ রাতে এর পর্দা নামে। মূলত শেষ দিনের সেরা চমক হিসেবেই প্রকাশিত হয় এ আর রহমান-জুলফিকার রাসেলের ‘বলো জয় বঙ্গবন্ধু’ গানটি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র : রাইজিং বিডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *