
অনলাইন ডেস্ক :
জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন মাধবন! এক সাক্ষাৎকারে মাধবন জানিয়েছেন, তিনি এক সময় অভিনেত্রী জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন। নেটদুনিয়ায় এই তথ্য ছড়িয়ে পড়তেই নড়চড়ে বসেছেন মাধবন অনুরাগীরা। প্রশ্ন উঠছে, কেন বিয়ে হলো না মাধবন এবং জুহির। সম্প্রতি একটি আলোচনা চক্রে মাধবন তার এক সময়ের মনের সুপ্ত বাসনার কথা খোলসা করেছেন। অভিনেতা জানান, জুহি অভিনীত ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবিটি দেখার পর অভিনেত্রীকে বিয়ে করার ইচ্ছা জন্মায় মাধবনের মনে।