বিনোদন ডেস্ক :
আশির দশকের শেষের দিকে ও নব্বই দশকে বলিউডের তুমুল জনপ্রিয় নায়িকা ছিলেন জুহি চাওলা। তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিম্পল গার্ল হিসেবে বেশ পরিচিত ছিলেন।
বলিউডের এই জনপ্রিয় নায়িকাকে একবার বিয়ে করতে চেয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান!
জুহি চাওলা বলিউডে তখন সবেমাত্র পা রেখেছেন। অন্যদিকে সালমানেরও সদ্য বলিউডে পথচলা শুরু হয়। এরকম একটা সময়ে জুহিকে পছন্দ করেছিলেন সালমান। তাকে বিয়ে করতে প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন জুহির বাবার কাছে। কিন্তু তিনি তাতে রাজি হননি। কী কারণে রাজি হননি সে বিষয়টি আজও অজানা।
১৯৮৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা সুন্দরীর খেতাব জিতে নেন জুহি চাওলা। এরপর ১৯৮৬ সালে বলিউডে যাত্রা শুরু হয় তার। প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে আশির দশকে জুহির ‘অমর সঙ্গী’ ছবিটি সুপারহিট হয়। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছিল ‘কেয়ামত সে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।
এরপর কখনও আমির, কখনও শাহরুখের সঙ্গে জুটি বেঁধে দর্শক মাতিয়েছেন জুহি চাওলা। কিন্তু সালমান খানের সঙ্গে কোন ছবি জুটি বাঁধতে আর দেখা যায়নি তাকে। আর সেটার একমাত্র কারণ, সালমান বিয়ে করতে চেয়েছিলেন এই বলিউড নায়িকাকে, অথচ কখনোই তাতে জুহির সাড়া মেলেনি।