জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হলেন পরীমণি

জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হলেন পরীমণি

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অনলাইন জুয়া কোম্পানির সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছা দূত হিসেবে নাম জড়িয়েছিলেন জয়া আহসান, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া ও মাহিয়া মাহিরা। এবার নতুন করে জুয়া কোম্পানির সঙ্গে নাম জড়াল পরীমণির। একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন তিনি। সামাজিকমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন।

এর আগে গত মার্চে শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা দেয় সেই কোম্পানি। রবিবার নিজের ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেছেন নায়িকা। যেই বিজ্ঞাপনে সেই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান পরীমণি। দেড় মিনিটের বিজ্ঞাপনে পুরো সময়ই জুয়া কোম্পানির প্রচার চালিয়েছেন তিনি।

এদিকে বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা একেবারেই নিষিদ্ধ। বাংলাদেশের সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদে নৈতিকতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ১৮৬৭ সাল থেকে চালু প্রকাশ্য জুয়া আইন অনুসারে, কেউ টাকার বিনিময়ে বাজি বা জুয়ার আসর বসালে এবং কেউ তাতে অংশ নিলে তা হবে দণ্ডনীয় অপরাধ। সুতরাং প্রচলিত আইন অনুসারে সব ধরনের জুয়া বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

তবে বিষয়টি নিয়ে মোটেও বিচলিত নন পরীমণি। বিষয়টি নিয়ে আজনতে চাইলে উল্টো গলা চড়িয়েছেন সংবাদমাধ্যমের সঙ্গে। পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছেন, কে বলেছে এটা জুয়া কোম্পানির ওয়েবসাইট? ভালো করে খোঁজ নিয়ে ফোন করুন।’ তবে ওই কোম্পানির ওয়েবসাইটে ঢু মেরে দেখা গেছে বিভিন্ন রকম লোভনীয় জুয়ার অফার চলছে সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *