
বিনোদন ডেস্ক :
অনুমতি ছাড়া কণ্ঠশিল্পী জেমস ও মাইলসের গান ব্যবহার করার অভিযোগে কপিরাইট আইনে করা পৃথক দুই মামলায় বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অ্যাসসহ চার কর্মকর্তাকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। জামিন পাওয়া অপর বিবাদীরা হলেন- চিফ কমপ্লায়েন্স কর্মকর্তা এম নুরুল আলম, চিফ কর্পোরেট রেগুলেটরি কর্মকর্তা তৈমুর রহমান এবং ভিএএসের প্রধান অনিক ধর। সোমবার (৬ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিন মঞ্জুর করে আদেশ করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীপক্ষ শুনানিতে আসামিদের কাছে পাঁচ কোটি টাকা দাবি করেছে। তবে আসামিপক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। আগামী ৫ই জানুয়ারি শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।