টম ক্রুজের নতুন সিনেমা ‘টপ গান : ম্যাভেরিক’

টম ক্রুজের নতুন সিনেমা ‘টপ গান : ম্যাভেরিক’

অনলাইন ডেস্ক :

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুক্তি পাবে হলিউডের অন্যতম শীর্ষ তারকা টম ক্রুজের নতুন সিনেমা ‘টপ গান : ম্যাভেরিক’। ৩৬ বছর আগের সাড়া জাগানো আলোচিত ‘টপ গান’ সিনেমার দ্বিতীয় কিস্তি এটি। আগামী ২৭ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি। একই দিন বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে। স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট এবং কাউন্টার থেকে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ‘টপ গান : ম্যাভেরিক’ পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনা করেছেন টম। প্রথম কিস্তির প্রযোজক জেরি ব্রাকহেইমারও আছেন সঙ্গে। এর আগে, ১৮ মে কান উৎসবের ৭৫তম আসরে সিনেমাটি উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। সেখানেও উপস্থিত ছিলেন টম ক্রুজ। এই কিস্তিতে নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে তাকে। নৌবাহিনীর নতুন প্রজন্মের পাইলটদের পরামর্শদাতা তিনি। টম ক্রুজ ছাড়াও আগের সিনেমার অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এ ছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *