অনলাইন ডেস্ক :
ওয়েব ফিল্মে শুটিংয়ের কাজে থাইল্যান্ডে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী এবং ছোট পর্দার জনপ্রিয় মুখ জোভান।
থাইল্যান্ডের ব্যাংককে একই রিসোর্টে অবস্থান করছেন তারা, যা সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট থেকেই ধারণা করা যায়। কিন্তু রোববার (৪ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকার কয়েকটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়। যা রীতিমতো সাড়া ফেলেছে বাংলাদেশি নেটিজেনদের মাঝে। ছবিগুলো ভাইরাল হওয়ার পর এই দুই তারকার প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে প্রেমের বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন পূজা চেরী। ভাইরাল হওয়া ছবি নিয়ে তিনি বলেন, ‘এটা ওয়েব ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্য। অন্যকিছু নয়। দর্শকরা ওয়েব ফিল্মটি দেখলেই বুঝতে পারবেন।’