অনলাইন ডেস্ক :
সম্প্রতি ২১৫ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এবার একই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহিকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার কাছে থেকে উপহারও নিয়েছেন এই অভিনেত্রী। একই অভিযোগ নোরার বিরুদ্ধে উঠেছে। সম্প্রতি এ বিষয়ে দিল্লি পুলিশের ইকোনমিক্স অফেন্সেস উইংস নোরাকে জিজ্ঞাসাবাদ করেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে নোরাকে প্রায় ৫০টির মতো প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে ছিল, সুকেশের কাছ থেকে তিনি কী উপহার নিয়েছেন, কার সঙ্গে কথা বলেছেন, তাদের কোথায় দেখা হয়েছে ইত্যাদি। জানা গেছে, তদন্ত কর্মকর্তাদের সব রকম সহযোগিতা করেছেন নোরা ফাতেহি। তার দাবি, একটি আর্ট অনুষ্ঠানে সুকেশের স্ত্রীর সঙ্গে তার আলাপ হয়। এরপর প্রায়ই তাদের কথা হতো। তারা তাকে বিএমডাব্লিউ ও অন্য জিনিস উপহার দিয়েছেন। তবে সুকেশের অপরাধ সম্পর্কে তিনি অবগত ছিলেন না। আর তার সঙ্গে তিনি খুব কম সময়ই কথা বলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে তার ম্যানেজারের সঙ্গে সুকেশ চন্দ্রশেখরের কথা হতো।