
অনলাইন ডেস্ক :
‘টাইগার থ্রি’-র সফলতার পর সালমান খান তাঁর পরবর্তী ছবির প্রস্তুতিতে নেমে পড়েছেন। সম্প্রতি এই ছবি সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন তিনি।
বললে বাড়াবাড়ি হবে না, ‘টাইগার থ্রি’ ছবিকে ঘিরে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে ছিল। সেই প্রত্যাশা সালমানের এই ছবি পুরোপুরি পূরণ করতে পারেনি, তবে ডুবেও যায়নি। এখন পর্যন্ত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এই ছবি গুটি গুটি পায়ে ভালোই ব্যবসা করেছে। এখন সবাই অপেক্ষায় ভাইজানের আগামী ছবির। সালমান এই ছবির কথা জানিয়েছেন।
এই বলিউড সুপারস্টার নিজে তাঁর আগামী ছবির নাম ঘোষণা করেছেন। তাঁর আগামী ছবির নাম ‘দ্য বুল’। ভারতীয় গণমাধ্যম ‘জুম’-এর সঙ্গে সাক্ষাৎকারে তাঁর আগামী ছবির নাম জানিয়েছেন তিনি।