‘টাইগার থ্রি’ সিনেমায় আবারো সালমান খান ও ক্যাটরিনা কাইফ

‘টাইগার থ্রি’ সিনেমায় আবারো সালমান খান ও ক্যাটরিনা কাইফ

অনলাইন ডেস্ক :

বেশ কয়েক বছর আগেই ভেঙে গেছে তাদের প্রেমের সম্পর্ক। তবে পর্দায় রোমান্স করতে দ্বিধা নেই কারো। ‘টাইগার থ্রি’ সিনেমায় আবারো জুটি বেঁধে পর্দায় হাজির হবেন বলিউডের তারকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সিনেমাটির শুটিংয়ের জন্য ইউরোপে পাড়ি জমাবেন এই প্রাক্তন প্রেমিক যুগল।

জানা যায়, সালমান খান, ক্যাটরিনা কাইফ, পরিচালক মনীশ শর্মাসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা আগামী ১৮ আগস্ট দেশ ছাড়বেন। এই শিডিউলের শুটিংয়ের জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে পুরো টিম। সেখানে ৪৫ দিন থাকবেন তারা।

সূত্রটি জানায়, প্রথমে রাশিয়ায় যাবেন সালমান-ক্যাটরিনা। তারপর তুরস্ক, অস্ট্রিয়ার মতো একাধিক দেশে শুটিং করবেন। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। এ সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো এমনভাবে তৈরি করার পরিকল্পনা করেছেন যা আগে কোনো সিনেমায় দেখা যায়নি।

প্রসঙ্গত, এই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটিতে পরিচালনা করছেন মনীশ শর্মা।

সূত্র: বলিউড হাঙ্গামা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *