অনলাইন ডেস্ক :
ভারতের কাশ্মীরে ঘরে ঢুকে আমরিন ভাট (৩৫) নামে এক টিকটক তারকাকে গুলি করে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদী। এ সময় আমরিনের ১০ বছর বয়সী ভাতিজা গুরুতর আহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে বদগামের ছাদোরা এলাকায় এ ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডের সঙ্গে লস্কর-ই-তইয়্যেবা জড়িত রয়েছে বলে ধারণা পুলিশের। পুলিশ সূত্রে জানায়, বুধবার রাত ৮টার দিকে বদগামের চদোরা এলাকায় আমরীনের বাড়িতে ঢুকে পড়ে তিন সশস্ত্র জঙ্গি। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হন ৩৫ বছরের আমরিনের ঘাড়ে গুলি লাগে। ঘটনাস্থলে উপস্থিত অমরীনের ১০ বছরের ভাতিজার হাতেও গুলি লেগেছে। রাতেই দু’জনকেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরীনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিনেত্রীর ভাতিজার হাসপাতালে চিকিৎসা চলছে।