বিনোদন ডেস্ক :
সালমান শাহ, মৌসুমী, শাকিল খানের মত তারকারা যে পরিচালকের হাত ধরে সিনে পর্দায় নাম লিখিয়েছেন তিনি সোহানুর রহমান সোহান। এবার এই পরিচালক ‘স্বপ্নের রাজকুমার’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন; সেখানে তিনি নায়ক নায়ক-নায়িকা নিয়েছেন শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক থেকে। গতকাল সোমবার সন্ধ্যায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উপস্থিতিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। যেখানে জানানো হয়, সোহানের নতুন সিনেমার নায়ক জিসান খান ও নায়িকা সানিয়া নূর। তাঁদের প্রসঙ্গে পরিচালকের ভাষ্য, ‘টিটকের মাধ্যমে জিসানের-সানিয়ার খোঁজ পাই। টিকটকটা আমি নিয়মিত দেখি না।পরে তাদের কাজ দেখে অডিশন নিই।’ অনুষ্ঠানে জানানো হয়েছে, এখনও নায়ক-নায়িকার গ্রুমিং চলছে। নভেম্বরের শেষে শুরু হবে রোমান্টিক গল্পনির্ভর সিনেমাটির শুটিং।