সঙ্গীত ডেস্ক :
ভারতের শীর্ষ জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক মডেল অভিনেত্রী। ওই মডেলের অভিযোগ, ছবিতে কাজ করার মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। শুক্রবার ডিএন নগর থানায় ৩০ বছর বয়সী ওই নারী টি-সিরিজের ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনো তাকে গ্রেফতার করেনি। মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। ভূষণ কুমার টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারের ছেলে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মিথ্যা প্রলোভন দিয়ে আন্দেরির ওই বাসিন্দাকে ভূষণ কুমার ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ধর্ষণ করেছে। ভূষণ কুমারের বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগ নয়। এর আগেও এক নারী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন। ওই নারী অভিযোগ করেছিলেন, ভূষণ কুমার তিনটি ছবি চুক্তির বিষয়ে তাকে ডাকবাংলোয় ডেকে নিয়ে গিয়েছিলেন।