
অনলাইন ডেস্ক :
জুয়েল এলিন’র রচনা ও শামস করিমের পরিচালনায় টেলিফিল্ম ‘বাদী যখন বেগম’ বাংলাভিশনে প্রচার হবে আজ বেলা ২টা ২৫ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন মোশাররফ করিম, সারিকা ও আরো অনেকে। এর গল্পে দেখা যাবে, প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট তারিখে মিজানকে আদালতে হাজিরা দিতে হয়। সে ওই মামলার আসামি আর বাদী তার স্ত্রী রুমা। অথচ রুমাকে নিয়েই আদালতের নির্দেশে তাকে সংসার করতে হচ্ছে। জনশ্রুতি আছে, বিয়ের রাতে বড়লোকের আদূরে মেয়ে রুমা তার পোষা কুকুরটি সঙ্গে নিয়ে এসেছিল। বিড়াল মনে করে তার মাথায় আঘাত করেছিলো মিজান। কুকুরটি তিনদিন আইসিউতে থাকার পরে মারা গিয়েছিলো। সেদিন রুমা বুঝে ফেলে লোকটি দেখতে ভেজাবেড়ালের মতো হলেও বিয়ের পর তাকে ডমিনেট করতেই এ কাজটি করেছিলো। তাই দেরি না করে বণ্যপ্রাণী আইনে মিজানের নামে মামলা ঠুকে দেয়। এদিকে প্রতিদিন বিভিন্ন ছুঁতোয় মিজানের উপর রুমা এটা ওটা ছুঁড়ে মারে। কিন্তু কোনোটিই মিজানের এপাশ-ওপাশ দিয়ে চলে যায়। গায়ে লাগে না।
