
অনলাইন ডেস্ক :
তামিল ছবি ট্যুরিস্ট ফ্যামিলি মুক্তির ১২ দিন পরেও তামিলনাড়ুর বক্স অফিসে দুর্দান্ত সাফল্য ধরে রেখেছে। অভিষেক পরিচালক আবিশান জিভিন্থ পরিচালিত এই ছবিটি ১ মে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মন জয় করে নিচ্ছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়েছে প্রায় ৫১ কোটি রুপি।
ছবিটির গল্প শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত এক তামিল পরিবারের ভারতের উদ্দেশ্যে পাড়ি জমানোকে কেন্দ্র করে তৈরি। এই মানবিক কাহিনী সাসিকুমার, সিমরান, মিথুন জয় শঙ্কর এবং কামলেশের অসাধারণ অভিনয়ে বাস্তব রূপ পেয়েছে। সমালোচকরা ছবিটিকে “সতেজ অনুভূতির এক পারিবারিক গল্প” হিসেবে উল্লেখ করেছেন।
প্রথম সপ্তাহে তামিলনাড়ুতে ১০ কোটিরও বেশি আয় করার পর, দ্বিতীয় সপ্তাহেও ছবিটি শক্ত অবস্থান ধরে রেখেছে। দর্শকদের মুখে মুখে প্রশংসা ও পজিটিভ রিভিউ এর সাফল্যে বড় ভূমিকা রেখেছে।
ট্যুরিস্ট ফ্যামিলি এখন তামিল সিনেমার অন্যতম সফল চলচ্চিত্র হয়ে উঠেছে, যা প্রমাণ করে পারিবারিক ও মানবিক গল্প আজও দর্শকের হৃদয়ে দাগ কাটে।