অনলাইন ডেস্ক :
মুক্তি পেল বহুল প্রতিক্ষীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেইলার। ট্রেইলার মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসায় ভাসছে ‘অপারেশন সুন্দরবন’। দর্শকদের মতে এই ছবিটিও সুপার হিট হবে। কারণ সিনেমার কয়েক সেকেন্ডের ট্রেইলারে দেখা ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালারগ্রেডিং, পোস্ট প্রডাকশন, ডিরেকশন’সব মিলিয়ে ছবিটি মুক্তি পর দর্শকদের মন কাড়বে বলে ধারণা করছেন নেটিজেনরা।
পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। মৎস্য ও বনজ সম্পদের প্রাচুর্যে ভরপুর এই বনে জলদস্যুদের ইতিহাস দীর্ঘদিনের। কালক্রমে জলদস্যুদের ভয়াবহতা আরও বেড়ে যায় সুন্দরবনে। একসময় জলদস্যুদের হাতে আধুনিক অস্ত্র এলে ভয়ংকর রূপধারণ করে দস্যুতা।
সুন্দরবনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষা, মৎস্য ও বনজ সম্পদের সংরক্ষণ সর্বোপরি সুন্দরবনকে বাঁচাতে র্যাবের ক্রমাগত সাঁড়াশি অভিযানের সাফল্যগাথার রোমাঞ্চকর উপাখ্যান নিয়ে তৈরি হয়েছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। সিনেমাটি প্রযোজনা করেছেন র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
মূলত সুন্দরবনে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। এরই মধ্যে গত বছরের ২৩ ফেব্রুয়ারি চলচ্চিত্রটির টিজার প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই বিকেল ৫টায় পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের লাবনী বিচে অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের ট্রেইলার উন্মোচন করা হয়।
‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন- রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, দর্শনা, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।