ট্রেলারেই মিথিলার চমক

ট্রেলারেই মিথিলার চমক

অনলাইন ডেস্ক :

দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমা-ওয়েব সিরিজে নিয়মিত কাজ করছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আসছে ২৯ এপ্রিল ওটিটি প্লাটফর্ম হইচই-এ মুক্তি পাবে তার অভিনীত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট টু’। সিরিজটির প্রথম সিজন নিয়ে নানা নেতিবাচক আলোচনা থাকলেও সম্পূর্ণ ভিন্ন গল্পে নির্মিত হয়েছে এবারের সিরিজটি। তাই দর্শক কৌতুহলও রয়েছে বেশ।

সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশিত হয়েছে। আড়াই মিনিটের এই ট্রেলারে চমকে দিয়েছেন মিথিলা ও সৌরভ। ট্রেলারে দেখা গেছে, নীলকুঠি যৌনপল্লির দরজায় মন্টু পাইলট। তার কোলে অজ্ঞান-নিস্তেজ মিথিলা। সৌরভ বললেন, ‘শ্মশানের রাস্তা খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম।’ ট্রেলারেই বোঝা গেছে, কেন্দ্রীয় দুই চরিত্র সৌরভ ও মিথিলা অনবদ্য অভিনয় করেছেন এ ওয়েবসিরিজে। পিতার ভূমিকায়, আবার যৌনপল্লির দুর্ধর্ষ দালাল হয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন সৌরভ।

অন্যদিকে মিথিলাও নির্যাতিতা হিসেবে তার চরিত্র ফুটিয়ে তুলেছেন। ট্রেলারে দেখানো হয়, ঘটনাক্রমে নীলকুঠি যৌনপল্লিতে এসে পৌঁছান মিথিলা। তাকে জোর করে সেখানে আটকে রাখা হয়। শারীরিক নির্যাতনও করা হয়। এরপর সেখানেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন মিথিলা। মিথিলার ভাগ্যে কী ঘটে তা ট্রেলারে বোঝা যায়নি, সেটাই স্বাভাবিক। কারণ তা জানতে দেখতে হবে পুরো সিরিজটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *