ডার্টি পিকচার ২-এ থাকবেন বিদ্যা বালান?

ডার্টি পিকচার ২-এ থাকবেন বিদ্যা বালান?

অনলাইন ডেস্ক :

২০১১ সালে ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমা দিয়ে নিজের জনপ্রিয়তাকে সকলের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। এবার তুমুল জনপ্রিয় এই সিনেমাটির দ্বিতীয় অংশ নির্মাণ করতে চলেছেন নির্মাতা-প্রযোজকরা।

কিন্তু দর্শকমনে প্রশ্ন উঠেছে, সিনেমাটির দ্বিতীয় অংশে কি থাকবেন বিদ্যা বালান? বিদ্যা ভক্তদের জন্য দুঃসংবাদ, এই সিনেমায় নাকি থাকছেন না বিদ্যা বালান। কারণ নির্মাতা-প্রযোজকরা সিনেমাটির দ্বিতীয় অংশে নতুন কিছু চিন্তা করছেন। বড় গুঞ্জন, এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রের জন্য আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে প্রস্তাব দেয়া হয়েছে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন কঙ্গনা। অন্যদিকে, সিনেমাটিতে অভিনয়ের জন্য আগ্রহ দেখিয়েছেন দুই তরুণ অভিনেত্রী তাপসী পান্নু ও কৃতি শ্যানন। তবে এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *