ডিজিটাল নিরাপত্তা আইনে আটক বলিউডের বিখ্যাত পরিচালক

ডিজিটাল নিরাপত্তা আইনে আটক বলিউডের বিখ্যাত পরিচালক

অনলাইন ডেস্ক :

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দুর্নীতির অভিযোগে গ্রেফতার একজন আইএএস কর্মকর্তার ছবি টুইটারে শেয়ার করে আটক হয়েছেন বলিউডের বিখ্যাত পরিচালক অবিনাশ দাস।

বৃটিশ বার্তা সংস্থা বুধবার (২০ জুলাই) বিবিসি জানিয়েছে, অবিনাশ দাসকে মুম্বাই থেকে আটক করেছে গুজরাট পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি আটক হওয়া আইএএস কর্মকর্তা পূজা সিংহলের সঙ্গে টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি শেয়ার করেছিলেন। আটকের পর তাকে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের সিটি ক্রাইম ব্রাঞ্চের সহকারী কমিশনার জানিয়েছেন, মঙ্গলবার অবিনাশ দাসকে আটক করা হয়েছে মুম্বাই থেকে। তাকে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী প্রক্রিয়ার জন্য। আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ অবিনাশ দাসের বিরুদ্ধে ৪৬৯ ধারায় অভিযোগ দায়ের করেছে। জাতীয় সাম্মানিক বিষয়কে অসম্মান করা ও ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অবিনাশ দাসকে আটক করার ঘটনায় ইতোমধ্যেই দেশে-বিদেশের বিভিন্ন মহলে শোরগোল শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *