অনলাইন ডেস্ক :
নিজের নতুন সিনেমা নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। সিনেমার প্রচারণার খাতিরে বিভিন্ন টিভি শোতে অতিথির ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।
তারই ধারাবাহিকতায় জনপ্রিয় টক শো কফি উইথ করণে হাজির হয়েছিলেন এই তারকা। যেখানে তিনি কথা বলেছেন নিজের বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে ব্যক্তিগত নানা ইস্যু নিয়ে। ২০২১ সালে দীর্ঘ ১৫ বছরের সংসারের ইতি টানেন আমির খান। এই ব্যাপারে তিনি বলেন, ‘আমার মনে আমার দুই প্রাক্তন স্ত্রীর জন্য প্রচুর শ্রদ্ধা আর সম্মান রয়েছে। আমরা সবসময় একটাই পরিবার থাকবো।’ তিনি আরও বলেন, ‘শত ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একটা দিন তারা সকলে একসঙ্গে কাটান, নিজেদের সুখ-দুঃখের কথা ভাগ করে দেন। পরস্পরের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রয়েছে-সেটা পুরোপুরি আন্তরিক’। কিরণের আগে রিনা দত্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির। সেই ঘরের দুই সন্তান-ইরা ও জুনায়েদ। অন্যদিকে কিরণের পক্ষের এক পুত্র আজাদ, একসঙ্গেই ছেলের দেখভাল করছেন আমির-কিরণ। খাতায়-কলমে স্বামী-স্ত্রী না হলেও বন্ধুত্বের ডোর এখনও মজবুত। আজও আমিরের পরিবার কিরণ-রিনা দত্ত!