লোকমান হোসেন | বিনোদন ডেস্ক |
আবারও ঢাকার সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সিনেমাটির নাম “তুই আমার পাখি আমি তর পাখি”। সিনেমায় একটি চমৎকার গান থাকছে আর এর জন্য পরিচালকের একমাত্র পছন্দের শিল্পী অরিজিৎ সিং কে নির্বাচন করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন জাকারিয়া মাসুদ। অরিজিৎ সিং এর আগেও ‘ঢাকা এ্যাটাক’ সিনেমায় ‘টুপটাপ’ শিরোনামে গানে কন্ঠ দিয়েছেন।
জানা গেছে, ভারতীয় নায়ক নায়িকারা ছাড়াও দেশের বাহিরের অনেক শিল্পী অভিনয় করবেন। আর আগামী মাস থেকে শুরু হবে সিনেমার শুটিংয়ের কাজ।
নির্মাতার ভাষ্যমতে, মাটি ও মানুষের গল্প নিয়ে সিনেমা নির্মাণ হবে।