
অনলাইন ডেস্ক :
বাস্তবে দেখা না গেলেও এবার সিনেমার পর্দায় দেখা যাবে জ্বিন।। অস্ট্রেলিয়ান নির্মাতা জর্জ মিলার এই জ্বিন দর্শকদের সামনে হাজির করবেন। শুধু হাজির নয় তিনটি ইচ্ছে পূরণ করেও দেখাবে তিনি।
গত ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ সিনেমাটি। ছবিটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। আগামী ২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে। কল্পকাহিনি নির্ভর এ সিনেমাতে অদ্ভুত ক্ষমতাবান এক জ্বিনের দেখা মিলবে। আর এই জ্বিনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। সিনেমায় তার সঙ্গে আরেকটি অন্যতম প্রধান চরিত্রে থাকছেন অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইনটন।