তাকদীরকেও ছাড়িয়ে গেলো ‘কারাগার’

তাকদীরকেও ছাড়িয়ে গেলো ‘কারাগার’

অনলাইন ডেস্ক :

বিনোদন জগতে সাড়া ফেলে দেয়া ওয়েব সিরিজ ‘তাকদীর’- এর পরিচালক সৈয়দ আহমেদ শাওকী নির্মিত ‘কারাগার’ সিরিজও তুমুল জনপ্রিয়তা পেয়েছে। অনেকের মতে তাকদীরকেও ছাড়িয়ে গেছে কারাগার।

আগেরটির মতো এখানেও আছেন চঞ্চল চৌধুরী। কথা ছিল ১৯ আগস্টের প্রথম প্রহরেই মুক্তি পাবে সিরিজটি, কিন্তু নির্দিষ্ট সময়ের দুই ঘণ্টা আগেই সিরিজের প্রথম অংশের সাতটি পর্বই প্রকাশ করে দিল হইচই। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি রটে যায়। আর হুমড়ি খেয়ে সিরিজটি দেখছে দর্শক। মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের সাধারণ দর্শক, সমালোচকরা প্রশংসায় ভাসালেন শাওকী এবং প্রধান চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, এফ এস নাঈম ও তাসনিয়া ফারিণকে। হইচই বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর খান বলেন, দর্শকের সাড়া পেয়ে আমরা অভিভূত। আমরা আমাদের গ্রাহকদের মনোরঞ্জনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এটা তারই ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *