অনলাইন ডেস্ক :
দেশের জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তিশাকে মুগ্ধ করে একসঙ্গে খাওয়ার সুযোগ পাওয়া যাবে। জন্য আগ্রহীদের অ্যামেরিকান স্টাইলে নিজের ড্যাশিং লুকের স্টাইলিশ করতে হবে।
জানা গেছে, অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা স্টাইলের অধিকারী ৩০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবেন এবং তিশার সাথে সামনাসামনি দেখা করে তাকে মুগ্ধ করার সুযোগ পাবেন। এদের মধ্য থেকে যিনি তিশাকে সবচেয়ে বেশি মুগ্ধ করতে পারবেন তিনি পাবেন তিশার সাথে ডিনারে যাওয়ার সুযোগ। গত বুধবার (১৭ আগস্ট) নিজের ফেইসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তাকে ইম্প্রেস করার আহ্বান জানান তিশা। ২১ জুলাই থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটিতে অংশ নিতে তিশার আপলোডকৃত ভিডিওর কমেন্ট সেকশনে অথবা সরাসরি স্টুডিও এক্স-এর ফেইসবুক পেইজের ইনবক্সে #ImpressTanjinTisha, #StudioX I #AmericanStyle এই তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করে অ্যামেরিকান স্টাইলে নিজের ড্যাশিং লুকের স্টাইলিশ একটি ছবি জমা দিতে হবে।