অনলাইন ডেস্ক :
ত্রিভুজ প্রেমের গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘আবারো দেবদাস’। নাটকটিতে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা, আফরান নিশো ও প্রিয়া জান্নাতুল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরুল রাফাত। নাটকটিতে তিনজন প্রেমিক-প্রেমিকার গল্প দেখা যাবে।
জানা গেছে, দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের বাংলা নাটক ইউটিউব চ্যানেলে সোমবার (১৫ আগস্ট) ‘আবারো দেবদাস’ নাটকটি মুক্তি পেয়েছে।
বিক্রয় বাবা নিবেদিত নাটকটিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আবদুল্লাহ রানা, পারসা ইভানা, জিসান জামান নিলয় প্রমুখ।