অনলাইন ডেস্ক :
নতুন সিনেমা মুক্তির আগেই বলিউড নিয়ে কটাক্ষ রেছিলেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশ বাবু। পরে অবশ্য সুর পাল্টিয়ে বলেন, প্রস্তাব পেলে হিন্দি সিনেমা অবশ্যই করবেন। সেই মন্তব্যের পক্ষে বিপক্ষে এখনো আলোচনা চলছেই। এরমাঝেই গত বৃহস্পতিবার (১২ মে) মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সরকারু বারি পাটা’ মুক্তির ৩ দিনে অভিনীত ‘সরকারু বারি পাটা’ বক্স অফিস থেকে ১০০ কোটি রুপি আয় করে নিয়েছে। ভারতে সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে। পাশাপাশি আন্তর্জাতিকবাজারেও ভালো ব্যবসা ব্যবসা করছে। এখন পর্যন্ত এটি বিশ্বব্যাপী ১০৩ কোটি রুপি আয় করেছে। সিনেমাটির প্রযোজনা সংস্থা মৈত্রী মুভি মেকার্স এই তথ্য নিশ্চিত করেছে। মুক্তির প্রথম দিনেই এটি রেকর্ড গড়ে আয় করে ৭৫ কোটি রুপি। আর তিনদিনে অতিক্রম করেছে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক। ‘সরকারু বারি পাটা’য় মহেশ বাবুর নায়িকা হয়েছেন কীর্তি সুরেশ। সিনেমাটি পরিচালনা করেছেন পরশুরাম।