অনলাইন ডেস্ক :
‘ম্যাজিক মাইক’ সিরিজের আসন্ন পর্ব ‘ম্যাজিক মাইক’স লাস্ট ড্যান্স’-এ ট্যান্ডিউই নিউটনের স্থলাভিষিক্ত হয়েছেন সালমা হায়েক। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে ‘ম্যাজিক মাইক’স লাস্ট ড্যান্স’-এর প্রিমিয়ার হবে এইচবিও ম্যাক্সে। নিউটন জানিয়েছেন, একান্ত ব্যক্তিগত কারণে তিনি ফিল্মটি থেকে সরে এসেছেন।
নির্মাতা স্টিভেন সোডারবার্গ সিরিজের পরিচালক হিসেবে আবার মেগাফোন হাতে নিচ্ছেন। প্রথম পর্ব (২০১২) পরিচালনার পর ২০১৫’র ‘ম্যাজিক মাইক এক্সএক্সএল’ তিনি পরিচালনা থেকে বিরত থাকেন যেটি পরিচালনা করেন গ্রেগরি জেকবস। আগের দুই পর্বের চিত্রনাট্যকার এই পর্বের চিত্রনাট্য লিখছেন। লন্ডনে ফিল্মটি প্রাথমিক নির্মাণ শুরু হয়েছে।
প্রথম দুই পর্বে একটি নারীদের জন্য সীমিত নাইটক্লাবের পুরুষ স্ট্রিপার মাইক লেনের ভূমিকায় অভিনয় করেন চ্যানিং টেটাম। ২০১৭ পর্যন্ত প্রথম দুই পর্ব ৩০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে। এই ফ্র্যাঞ্চাইজের ওপর ভিত্তি করে ‘ম্যাজিক মাইক লাইভ’ স্টেজ শো মঞ্চায়িত হয়।