তেলেগু অভিনেতার বিলাসবহুল যে গাড়ি সালমান-শাহরুখেরও নেই!

তেলেগু অভিনেতার বিলাসবহুল যে গাড়ি সালমান-শাহরুখেরও নেই!

অনলাইন ডেস্ক :

জুনিয়র এনটিআর নাম বললেই সিনেপ্রেমীরা উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করবেন- তার নতুন কোনো সিনেমা আসছে কী? ভারতের দক্ষিণী সিনেমার এই তারকার পুরো নাম নান্দামুরি তারাকা রামা রাও। তবে এনটিআর বা তারাকা নামেই সর্বাধিক জনপ্রিয় তিনি। তার প্রায় সব ছবিই ব্যবসাসফল। অবশ্য রূপালি পর্দায় নয়, এনটিআরের অর্থ-সম্পদের পরিমাণও আকাশচুম্বি। জনপ্রিয় এই তেলেগু অভিনেতার দুর্বলতা রয়েছে বিভিন্ন মডেলের গাড়িতে। দামি ব্রান্ডের অনেক গাড়ি শোভা পাচ্ছে তার ব্যক্তিগত গ্যারেজে। এবার তিনি কিনলেন কালো রঙের একটি বিলাসবহুল গাড়ি। বলা হচ্ছে গোটা ভারতে এর চেয়ে দামি গাড়ি আর একটিও নেই। গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিখ্যাত ল্যাম্বরগিনি ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছেন এনটিআর। ল্যাম্বরগিনি উরুস আর উরুস পিক- এর আধুনিকতম মডেল এটি। মডেলটির নাম – উরুস গ্রাফাইট ক্যাপসুল। ভারতীয় তারকাদের মধ্যে সবার আগে তিনিই গাড়িটি কিনেছেন। সালমান, শাহরুখেরও নেই এই গাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *