তেলের বিজ্ঞাপনে ইমন-নিপুণ

তেলের বিজ্ঞাপনে ইমন-নিপুণ

অনলাইন ডেস্ক :

শিল্পী সমিতির নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছিলেন চিত্র নায়ক ইমন। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল থেকে প্রার্থী হন তিনি। ভোটে জয়ী হবার পর প্রথমবারের মতো একসঙ্গে শুটিংয়ে গিয়েছেন ইমন-নিপুণ।

সরিষার তেলের বিজ্ঞাপনে অংশ নিতে শনিবার (৯ এপ্রিল) নরসিংদীতে নিজ এলাকায় গেছেন ইমন। সঙ্গে আছেন চিত্র নায়িকা নিপুণও।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ইমন বলেন, নিজের এলাকায় নিপুণের সঙ্গে বিজ্ঞাপনের শুটিং করছি। ব্যাপারটা বেশ ভালো লাগছে। অনেক মানুষ আমাদের শুটিং দেখতে এসেছে।

তিনি আরও বলেন, বিজ্ঞাপনটি পরিচালনা করছেন বাপী শাহ। মেকাপম্যান আছে মনির। আমরা সবাই নরসিংদীর মানুষ। সবাই খুব এনজয় করে কাজটি করছি।

‘এই তো প্রেম’ ছবিতে ইমন-নিপুণ জুটি বেঁধেছিলেন। সঙ্গে ছিলেন নিরব। পরে ইমন-নিপুণ একসঙ্গে সিনেমা না করলেও প্রসাধনীর বিজ্ঞাপন করেছিলেন। তখন থেকে তাদের মধ্যে বন্ধুত্ব।

বন্ধুত্বের সূত্র ধরেই এবারের শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল ছেড়ে নিপুণের প্যানেলে যোগ দেন ইমন। বিজয়ী হোন বিপুল ভোটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *