তোপের মুখে মীর

তোপের মুখে মীর

অনলাইন ডেস্ক :

কলকাতার জনপ্রিয় সঞ্চালক মীর আফসার আলী। সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তোপের মুখে পড়েছে মীর। গত মঙ্গলবার (১৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ভিডিতে দেখা হোটেলের বিছানায় দাঁড়িয়ে অশ্লীল ভঙ্গিতে নাচতে দেখা যাচ্ছে। সঙ্গে গানও গাইছিলেন তিনি। পরনে শুধু পাঞ্জাবি দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, শুটিংয়ের সময় যখন বিরক্ত হই, মাঝেমাঝে আমাদেরও একটু মজা করতে ইচ্ছে করে। তবে মীরের এমন ভঙ্গিতে নাচ ভালোভাবে নেননি নেটনাগরিকরা। নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে কমেন্টবক্স। লুৎফর হাসান লিখেছেন, ‘মানুষ এক সময় ফুরিয়ে যায়। আপনি প্রমাণ করলেন।’ তাজুল ইসলাম ছোটন লেখেন, ‘এই ভিডিওতে মজাটা কি অনেকক্ষণ খুঁজলাম। আনফরচুনেটলি ভাড়ামি খুঁজে পেলাম।’ চৈতালী দাস লিখেছেন, ‘নিম্নমানের রসবোধ। এভাবে বাংলার শিল্পীরা বাংলার মানকে ছোট করবেন না। বাংলা সকলের, তাই লিখতে বাধ্য হলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *