অনলাইন ডেস্ক :
চিত্রনায়ক শিপন মিত্র। করোনার কারণে সিনেমা মুক্তি ও নির্মাণ বন্ধ থাকায় নাটকেই ব্যস্ত সময় পার করছেন শিপন। অন্যদিকে, মডেল-অভিনেত্রী সামান্তা শিমু। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে সমানতালে কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় শিপন-শিমু প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন ‘ভালো থেকো ভালোবাসা’ নামের একটি নাটকে। সম্প্রতি এর দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। বরজাহান হোসেন এর রচনায় নাটকটি নির্মাণ করেছেন সোয়েব সাদিক সজীব। এতে আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, দোলা প্রমুখ। এ প্রসঙ্গে সামান্তা শিমু বলেন, ত্রিভুজ প্রেমের গল্পের ফিকশন হলেও দর্শক এটি দেখে বার্তা পাবেন।