কবিতা – থেমে না থাকা এক পিশাচীনি
কবি – নাসরিন সিনথিয়া
———
কবে থেকে যে পিশাচ হয়ে গেছি,
এখনও ওকেই আঁকড়ে আছি…!
তোমা থেকে যে দিন চোখ ফিরিয়ে রাখতে শিখেছি,
সে থেকেই নিজের নোনা রক্ত নিজেই গিলতে জেনেছি…!
তুমি তো আমার মহান শিক্ষক !!
কত কিছুই না শেখালে , বল…
এই যেমন ধর…!
লোকাল বাসে জগত ভ্রমন…
আর তারপর …?!
নিজস্বতায় ধ্বংসাবশেষও রইল না এমনই আপন আক্রমণ…।
জানো জানো..!!
আজ তো লোকে আমায় পিশাচ বলে !
নোনতা জলও শুকিয়ে গেছে…
তাই বিকট স্বরে হাসি ছলে- বলে- কৌশলে।
যাই বল বাপু!
আমার যে বড্ড নেশা হয়…
খুঁজি খুঁজি পাই না তবুও এখন আর,
আমার রক্তে নুনের দ্রুত ক্ষয়…।।