অনলাইন ডেস্ক :
ভয়ঙ্কর প্রতারণার গল্পে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘মাকাল’। পরিচালনা করেছেন খ্যাতনামা নির্মাতা অনিমেষ আইচ।
এই সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, অর্চিতা স্পর্শিয়া, জীতু আহসান, হাসান মাসুদ, রওনক হাসান, জয় রাজ প্রমুখ। সিরিজের গল্পে দেখা যাবে, তরফদার নামে একজন আসামি ধরতে পুলিশ বিভিন্ন পন্থা অবলম্বন করে। যখন ধরতে পারে, রাতের আঁধারে একেক পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ সদস্যদের ওপর সেই আসামি এক অদৃশ্য প্রভাব খাটায়! রাত পেরিয়ে পুলিশ সকালে আসামি নিয়ে স্থানীয় থানার দিকে যায়, ভীষণ এক ধোঁয়াশা তাদের ঘিরে রাখে। তারা তাদের আসামি ধরতে পেরেছে, না কি সবই আসলে মরীচিকা! সিরিজটি প্রসঙ্গে অনিমেষ আইচ বলছেন, চিরায়ত গল্পের বাইরে এক অন্য ন্যারেটিভে গল্প দেখাতে চেয়েছেন তিনি। ‘মাকাল’ সিরিজটি আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।