
অনলাইন ডেস্ক :
দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে অভিনেত্রীদের পারিশ্রমিকও। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া ও সিয়াসাত ডটকম ২০২৪-২০২৫ সালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সাতজন দক্ষিণী অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে।
সাই পল্লবী বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। ‘রামায়ণ’ সিনেমার জন্য তিনি নিয়েছেন ১৮-২০ কোটি রুপি। রাশমিকা মান্দানা ‘সিকান্দার’ সিনেমার জন্য ১৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন, যেখানে ‘পুষ্পা টু’র জন্য তিনি নিয়েছিলেন ১০ কোটি রুপি।
তৃষা কৃষ্ণান এখনো দাপটের সঙ্গে কাজ করছেন, প্রতি সিনেমায় ১০-১২ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। নয়নতারা, যিনি ‘লেডি সুপারস্টার’ নামে পরিচিত, ‘জওয়ান’ সিনেমার জন্য ১০ কোটি রুপি নিয়েছেন এবং তার বিয়ের ডকুমেন্টারি ২৫ কোটি রুপিতে বিক্রি করেছেন।
সামান্থা রুথ প্রভু ‘সিটাডেল: হানি বানি’ সিরিজের জন্য ১০ কোটি রুপি নিয়েছেন। আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া ‘কানতারা’ ও ‘ওডেলা টু’ সিনেমার জন্য যথাক্রমে ৫ কোটি রুপি নিয়েছেন।
এই তালিকা দেখায়, দক্ষিণী সিনেমার অভিনেত্রীরা কেবল জনপ্রিয়ই নন, বরং তাদের পারিশ্রমিকও এখন বলিউড তারকাদের সমকক্ষ।