বিনোদন ডেস্ক :
একটি মনোরম রিসোর্ট। বাবাকে নিয়ে বেড়াতে আসে একজন তরুণী। কিন্তু টয়লেটের দরজায় লেখা ‘হি’ মানে পুরুষ এবং ‘শি’ মানে মহিলা। এ নিয়ে ম্যানেজারের সঙ্গে মেয়েটির বিপত্তি বেঁধে যায়। ম্যানেজার মোবাইল ফোনে কথা বলতে বলতে মহিলা টয়লেটে ঢুকে পড়ে! এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হি শি’। এতে রিসোর্টের ম্যানেজার চরিত্রে দেখা গেছে মুশফিক আর ফারহানকে। আর বাবা-মেয়ের ভূমিকায় দেখা গেল তারিক আনাম খান ও সামিরা খান মাহিকে। নাটকটি প্রকাশের ৯ দিনের মাথায় প্রায় ৩০ লাখ দর্শক দেখেছেন। নাটকটি দর্শকের মাঝে বেশ সাড়াও ফেলেছে। দর্শক পর্দায় নতুন এই জুটিকে বেশ প্রশংসা করছেন।