
বিনোদন ডেস্ক :
টানা ৩৫ দিন ‘গলুই’ সিনেমার শুট শেষ করে গতকাল রাতে রাজধানীতে ফিরেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। যদিও এর মাঝে ব্যক্তিগত কাজে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন তিনি। মাসব্যাপী এই শুটিংয়ে শাকিব খানকে থাকতে হয়েছে জামালপুর ও টাঙ্গাইলে। শুটের অভিজ্ঞতা প্রসঙ্গে শাকিব খান জানিয়েছেন, “এ সিনেমার মাধ্যমে পর্দায় দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে। নতুনত্ব দেওয়ার জন্যই কাজটি করলাম। গল্প যেমন সুন্দর, তেমনই এ সিনেমার গানগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো। সবকিছু মিলিয়ে ‘গলুই’ হচ্ছে লার্জার স্কেলের সিনেমা।” জানা গেছে, টানা শুটের ধকল সামলে আপাতত বিশ্রামে আছেন। ১১ নভেম্বর রাতে অংশ নিচ্ছেন একটি ই-কমার্স প্রতিষ্ঠানের অনুষ্ঠানে।