দর্শক মহলে সাড়া ফেলেছে ‘মিশন এক্সট্রিম’

দর্শক মহলে সাড়া ফেলেছে ‘মিশন এক্সট্রিম’

বিনোদন ডেস্ক :

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাসলম্যান খ্যাত অভিনেতা আরিফিন শুভ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’। শুক্রবার (৩ ডিসেম্বর) মুক্তি পাওয়ার পর থেকেই ঢাকা ও ঢাকার বাইরে দর্শক জোয়ারে ভাসছে ছবিটি। এমনটাই জানিয়েছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটির সংশ্লিষ্টরা। তারা জানান, যে টার্গেট নিয়ে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেয়া হয়েছে, প্রথম দিনে দর্শক সাড়া যেন সেই সফলতার পথই দেখাচ্ছে। ‘মিশন এক্সট্রিম’ এর পরিচালক সানী সানোয়ার বলেন, প্রথম দিনে দারুণ সাড়া পেয়েছি আমরা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোর সার্বক্ষণিক খবর রাখছি। হল মালিকদের প্রায় সবাই দারুণ খুশি। তারা আমাদের জানিয়েছেন, শুক্রবার সকালের শোতে খুব বেশি দর্শক না থাকলেও দুপুর ও সন্ধ্যার শোতে বেশ ভালো দর্শক পেয়েছেন। রাতের অনেক শো হয়েছে হাউসফুল। তারা বলছেন, বিগত দুই-তিন বছরে সিনেমা হলগুলোতে এমন দর্শক তারা দেখেননি। হল মালিকরা ফোন করে ‘ধন্যবাদ’ জানাচ্ছেন বলেও এসময় জানান সানী সানোয়ার। তিনি বলেন, ‘গত দুই তিন বছরে দেশের অনেক হল বন্ধ হয়ে গেছে। এই সিনেমার বদৌলতে অন্তত ২০ টার মতো হল আবার খুলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *