দর্শক মাতাচ্ছে ফেরারী ফরহাদ এর ‘নূরজাহান’

দর্শক মাতাচ্ছে ফেরারী ফরহাদ এর ‘নূরজাহান’

মানিক খান | অনলাইন ডেস্ক |

অবুঝ প্রেমিকের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ঈদের নাটক ‘নূর জাহান’। এতে দুর্দান্ত অভিনয় করেছেন সময়ের দুই উজ্জ্বল টিভি-মুখ মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। ঈদে দর্শকদের সামনে হাজির হয়েছেন ভিন্ন ধারার চরিত্রে।

ফেরারী ফরহাদ’র কাহিনি ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ মিফতাহ আনান। প্রযোজনা করেছে সুলতান এন্টারটেইনমেন্ট। নাটকটি প্রকাশ পেয়েছে সুলতান এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে। একদিনে ১৫লাখ দর্শক নাটকটি দেখেছেন। এখন পর্যন্ত নাটকের বাজারে বেশ সাড়া ফেলছে ‘নূর জাহান’।

এই বিষয়ে, অভিনেতা মুশফিক আর ফারহান বলেন, প্রতিটা কাজ নিজের সবটুকু দিয়ে করার চেষ্টা করি নূরজাহান নাটকে আমার কমতি ছিল না। সাদিয়া আয়মান দুর্দান্ত অভিনয় করেছে। তারও কোনো কমতি ছিল না। গল্পটা জোস, পরিচালক সাহেব সুন্দর ডিরেকশন দিয়েছেন। প্রকাশের পর থেকেই সাড়া পাচ্ছি বেশ। সব মিলিয়ে দারুণ একটি অনুভূতি “নূর জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *