অনলাইন ডেস্ক :
ঈদে মুক্তি পেয়েছে ১০০ কোটি টাকার বাজেটের আলোচিত ছবি সিনেমা ‘দিন দ্য ডে’। এই সিনেমার টিকেট পাচ্ছে না বলে সিনেপ্লেক্সগুলোতে শো বাড়ছে বলে মন্তব্য করেছেন ছবিটির নায়ক ও প্রযোজক অনন্ত জলিল।
বৃহস্পতিবার (১৪ জুলাই) একটি গণমাধ্যমে অনন্ত বলেন, ‘সিনেপ্লেক্সগুলো দর্শকের ঢল সামলাতে পারছে না। এ কারণে সিনেপ্লেক্সের সনিত ও অন্যান্য শাখাতে একটা করে স্ক্রিন বাড়ানো হচ্ছে।’ ‘দিন: দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিল আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। যিনি বিভিন্ন সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন। অনন্ত বলেন, ঈদের দিন থেকেই আমি হলে হলে ঘুরছি। শত শত দর্শক টিকেট না পেয়ে ফেরত গিয়েছেন। এটা কষ্টের। তবে শোয়ের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে আমাকে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।