
অনলাইন ডেস্ক :
ব্যক্তিগত জীবনে অত্যন্ত ভ্রমণ পিপাসু ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হওয়া এই অভিনেত্রী আপাতত কাজ থেকে বিরতি নিয়ে নিজেকে পড়ালেখায় মনযোগী করার চেষ্টা করছেন বলে এক গণমাধ্যমকে জানান।
সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, পড়াশুনা ও নানা ইচ্ছার কথা তুলে ধরেন দীঘি। যার একটি অংশে পাহাড়ের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেন ‘চাচ্চু’ খ্যাত এই অভিনেত্রী। দীঘি জানান, তিনি ঘুরতে পছন্দ করেন। দেশের ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানোর শখ তার। আর পাহাড় খুব পছন্দ এই তারকার। সুযোগ হলে কেওক্রাডংয়ের চূড়ায় বারবার যেতে চান তিনি।
