দীপ্ত টিভির পর্দায় ‘আগুন পাখি’

দীপ্ত টিভির পর্দায় ‘আগুন পাখি’

অনলাইন ডেস্ক :

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘আগুন পাখি’। দেশভাগের ওপর রচিত বইটি বেশ কিছু পুরস্কার করে। এবার ‘আগুন পাখি’ আসছে টেলিভিশনের পর্দায়। দীপ্ত টিভিতে শুরু হচ্ছে হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘আগুন পাখি’। ১ আগস্ট সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

‘আগুন পাখি’ মূলত সেই মেয়ের জীবনচরিত, যার প্রতিটি স্তরে রয়েছে বেড়ে ওঠার গল্প। নিজেকে ছাপিয়ে যাওয়ার এক যাত্রা। মানবজীবনের এই গল্প দেশকালের ব্যবধান ঘুচিয়ে সব শ্রেণির দর্শকের কাছে চিত্তাকর্ষক হয়ে উঠবে। এস জে মোশন পিকচার্সের প্রযোজনায় ধারাবাহিক নাটকটি পরিচালনা করেন পারভেজ আমিন। এই নাটকে অভিনয় করেছেন শম্পা রেজা, শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, গোলাম ফরিদা ছন্দা, আহছানুল হক মিনু, মৌটুসী বিশ্বাস, ইনতেখাব দিনার, নাজনিন হাসান চুমকী, বৈশাখী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *