
অনলাইন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরের কালজয়ী সিনেমা ‘জীবন সংসার’ দীর্ঘদিন পর আবারও হলে মুক্তি পেয়েছে। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি সে সময় দারুণ ব্যবসাসফল হয়েছিল। সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু জানান, নতুন প্রজন্মের দর্শকদের জন্য এটি বড় সুযোগ, যারা সালমান শাহকে বড় পর্দায় দেখার সুযোগ পাননি।
গত ২১ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। এর আগে একই হলে সালমান-শাবনূরের ‘চাওয়া থেকে পাওয়া’ ছবিটিও মুক্তি দেওয়া হয়েছিল।
বিজিবি সিনেমা হলের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বর্তমানে দর্শক হলমুখী কম হলেও হল চালু রাখতে সিনেমা চালাতে হচ্ছে। সালমান শাহের সিনেমাগুলো এখনও দর্শকদের আগ্রহ সৃষ্টি করে, তাই হল কর্তৃপক্ষ এসব ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে।