বিনোদন ডেস্ক :
রুপালি পর্দায় রজনীকান্ত মানেই জাদু। নতুন ছবি ‘আন্নাত্থি’র ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সিবা পরিচালিত ছবিটি দিয়ে বক্স অফিস কাঁপাচ্ছেন সুপারস্টার তারকা রজনীকান্ত। ছবিটি দুই দিনেই আয় করেছে ১১২ কোটি ৮২ লাখ রুপি। এ বছর মুক্তি পাওয়া ভারতীয় ছবির আয়েও রেকর্ড গড়েছে ছবিটি। ৪ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘আন্নাত্থি’। কাহিনীতে কোনো বৈচিত্র্য না থাকায় ছবিটি নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। কিন্তু রজনীকান্তের অভিনয় ও ছবির সঙ্গীত নিয়ে খুঁত ধরতে পারেনি কেউ। ‘আন্নাত্থি’র মাধ্যমেই দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন তিনি। দুই বছর আগে রজনীকান্তের মুক্তিপ্রাপ্ত শেষ ছবিটি ছিল ‘দরবার’। তামিলনাড়ুতে ‘আন্নাত্থি’ ছবিটি আয় করেছে ৩৪.৯১ কোটি রুপি। সারা বিশ্বে আয় করেছে ৭০.১৯ কোটি রুপি। ছবিটিতে রজনীকান্তের পাশাপাশি আরও অভিনয় করেছেন মীনা, খুশবু, নয়নতারা, কীর্তি সুরেশ, জগপতি বাবু, প্রকাশ রাজ, ভেলা রামামুর্তি ও সুরি।