অনলাইন ডেস্ক :
শহর কলকাতা থেকে বঙ্গবাসী, প্রত্যেকেই মারাত্মকভাবে উত্তেজিত হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে। নিজেদের মতামত দিতেও বাকি থাকছেন না কেউই। টলিউডের তারকারা হোক কিংবা ইউটিউবের সদস্যরা। নানান ধরনের মতামতে ভাসছে সোশ্যাল মিডিয়া। এবার বাংলার জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত, যিনি ‘বং গাই’ বলেই পরিচিত, তিনিও সামিল হলেন সেই দলে।
অল্পবয়সীদের অনেকেই পার্থ-অর্পিতা ইস্যু নিয়ে হাজারো মিম বানাচ্ছেন, কেউ কার্টুনের মাধ্যমে কেউ বা ভিডিওর কনটেন্ট বানিয়ে নিজেদের ভাবনা চিন্তার ধারণা দিচ্ছেন। এদিকে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই কিরণ দত্ত হাজির নিজের কনটেন্টের ঝুলি নিয়ে। কী বলছেন তিনি? তার বক্তব্য, “কলকাতা শহরে এটিএম বুথ এই জন্যই কাজ করছিল না? কিরণ বলছেন, গতকাল গিয়েছিলাম বুথে এ। দুবার করে একই কথা বলল, টাকা নেই। এখন বুঝলাম কী করেই বা থাকবে, সব টাকা তো…” বলে বাক্য আর শেষ করেন নি কিরণ।
সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। এই প্রজন্মের ছেলেমেয়েদের বেশিরভাগেরই বক্তব্য, এ তো কিছু নতুন নয়। এদিকে এই প্রসঙ্গেই কিরণ এমনও মন্তব্য করেছিলেন, টাকা থাকলেই হল! বডিফিটনেস, স্টাইল ফ্যাশন কিছুই লাগে না। উত্তেজনার বসে কিরণ দত্ত আরও বলে বসেন, গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত তিনি পোস্ট দিয়েই যাবেন। তার সাথে রয়েছেন আপামর এই প্রজন্মের ছেলেমেয়েরা।
ইউটিউবারদের অনেকেই ঘটনার জেরে সরব হয়েছেন। ঝিলাম গুপ্তা থেকে রাজকুমারী কোকো এমনকি দ্য বং ডায়েরি – রাজকুমারী কোকোর একটাই দাবি, “এত টাকা দেখিনি চোখে! রাখতেও পারল না ঠিক মত লুকিয়ে । আমি হলে এমন জায়গায় লোকাতাম যেখান থেকে নিজেই খুঁজে পেতাম না।”
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।