
বিনোদন ডেস্ক :
লকডাউনের পরেই একে একে দুটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নির্মাতা আরিফ খানের ‘দোলাচল’ ও রাশেদ রাহার ‘ডোম’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। দুটি কাজ নিয়েই অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, অনেক দিন ভালো কাজের অপেক্ষায় ছিলাম। চলতি বছরে সেই সুযোগগুলো পাচ্ছি। নির্মাতারা আমাকে নিয়ে নানা চরিত্রে কাজ করছেন। এ দুটি ওয়েব ফিল্মেও আমি নতুন চরিত্র নিয়ে দর্শকের সামনে আসবো। এই গ্ল্যামারকন্যা ক্যারিয়ারের নতুন ইনিংসে ওয়েব ফিল্ম ‘ব্যাচ-২০০৩’তে বেশ আলোচনায় আসেন। পরবর্তীতে নির্মাতা অনন্য মামুনের ‘কসাই’ ওয়েব ফিল্মেও দর্শকদের মুগ্ধ করেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে নিয়মিত ওটিটিতে কাজ করছেন তিনি। ওটিটির বাইরে নওশাবার হাতে ৩টি সিনেমা আছে। এগুলো হলো- অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’, বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ এবং সাইফ চন্দনের ‘পোস্টার’।