বিনোদন ডেস্ক :
দুর্গোৎসবের দশমীর দিনে বিষ পান করবেন আমিন খান ও অর্ষা। প্রেমের কারণেই এমন ঘটনা ঘটবে। একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন। কিন্তু তাদের মিলনে বাঁধা দুই পরিবার। অর্ষাকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেয়ার জন্য বিয়ের আয়োজন করে অর্ষার বাবা। এ খবর পেয়ে বর সেজে অর্ষার বাড়ির সামনে হাজির হন আমিন খান।আশ্রয় নেন বাড়ির সামনে গাছতলায়। অর্ষাকে বিয়ে না করে তিনি ফিরবেন না। এমন গল্পে নির্মিত হয়েছে শারদীয় দুর্গাপূজার নাটক ‘আমি বিবাহের পাত্র’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান ও নাজিয়া হক অর্ষা। নাটকটি প্রচার হবে (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বৈশাখী টিভিতে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com