বিনোদন ডেস্ক :
কয়েক দিন আগেই অভিনেত্রী আনিকা কবির শখ নিশ্চিত করেন যে, তিনি মা হতে চলেছেন। সে খবরে তার ভক্ত-শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু বর্তমানে শখের অবস্থা কেমন, অন্তঃসত্ত্বা হওয়ার পর তার চেহারা-গড়নে কেমন পরিবর্তন এসেছে, সেটা জানা যায়নি এতদিন। অবশেষে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে তার কিছু ছবি প্রকাশ হয়েছে। যেখানে অন্তঃসত্ত্বা শখকে দেখা গেছে। সম্প্রতি শখের বেবি শাওয়ার অনুষ্ঠিত হয়েছে। সেখানেই তাকে নানাভাবে ক্যামেরাবন্দি করেছেন একজন নারী। তিনিই ফেসবুকে শেয়ার করেছেন ছবিগুলো। কিন্তু ছবিতে শখকে যে রূপে দেখা গেছে, তাতে চিনতে পারছেন না অনেকেই। অন্তঃসত্ত্বা হওয়ার পর নারীদের শরীরে স্থূলতা বাড়ে, সেটা স্বাভাবিক। কিন্তু শখের চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। পোস্টদাতা নিশ্চিত না করলে বোঝার উপায়ও ছিল না। তবে শখের এই পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন নেটিজেনরা। মাতৃত্বের জন্য এমন পরিবর্তন গৌরবের বলেও মনে করছেন তারা।