বিনোদন ডেস্ক :
স্ত্রী ও দুই ছেলেকে দেখতে গত ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র গিয়েছিলেন খল-অভিনেতা মিশা সওদাগর। সেখান থেকে ১৪ দিন পর সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা পৌঁছেছেন তিনি। দেশে ফিরেই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই শক্তিমান অভিনেতা। শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। বিষয়টি মিশা নিজেই নিশ্চিত করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করলাম। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে চলে এলাম। আবারও আমি ও শাকিব একসঙ্গে।’ মিশা সওদাগর আরও জানান, আগামীকাল থেকে শাকিবের সঙ্গে ‘লিডার’-এর শুটিংয়ে যোগ দেবেন তিনি। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন তপু খান। এতে শাকিবের বিপরীতে রয়েছেন বুবলী।