বিনোদন ডেস্ক :
গত ৩১ শে ডিসেম্বর বছরের শেষ দিনে দেশের ২৬টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় জনপ্রিয় অভিনেতা ,পরিচালক ও প্রযোজক মীর সাব্বিরের সিনেমা “রাত জাগা ফুল”। সরকারী অনুদানপ্রাপ্ত “রাত জাগা ফুল” এর চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালক মীর সাব্বির নিজেই। আর ক্যারিয়ারের প্রথম সিনেমাটি দেশের সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় “রাত জাগা ফুল”। আর মুক্তির পরেই প্রেক্ষাগৃহে দেখা যায় দর্শকদের ভীড়। এবার মীর সাব্বিরের সিনেমা “রাত জাগা ফুল” দেশের গন্ডি পেরিয়ে বিদেশে পারি দিতে যাচ্ছে। আগামী ১৮ই ফেব্রæয়ারি প্যারিসের গাউমন্ট সেন্ট-ডেনিস সিনেমা হলে প্রিমিয়ার হবে । শনিবার,রবিবার ও সোমবার ২টি করে শো প্রদর্শিত হবে। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনীর হোয়াটস ব্যাংকসটোনেও প্রদর্শিত হবে সিনেমাটি এবং পরে সুইজারল্যান্ডে।
এব্যাপারে মীর সাব্বির বলেন,আমার পরিচালিত সিনেমা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে দেখা যাবে। আমি মনে করি এতে আমার দেশের ভাবমূর্তি অনেক বেশি উজ্জল করবে। অস্ট্রেলিয়া ও ফ্রান্সে বাংলাদেশের বসবাসকারীরা যখন “রাত জাগা ফুল” সিনেমাটি দেখবে। তখন তারা বিশ্বাস করবে বাংলাদেশের নির্মিত সিনেমাও আন্তর্জাতিক মানের হতে পারে। এটা দৃঢ় বিশ্বাস আমার। সিনেমাটি দেখে সকলের ভাল লাগবে। ১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবস আর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ফেব্রুয়ারি মাস আমাদের বাঙ্গালীদের অর্জনের মাস। আমি বিশ্বাস করি এই সময়ে সিনেমাটি তাদের কাছে পৌছালে এর থেকে আনন্দের আর কি হতে পারে। বাংলাদেশে কিন্তু এখনো সিনেমাটি চলছে। এর মাঝে বিদেশেও চলবে। যখন দুইদেশে চলছে তখন এটি আমার জন্য অনেক সম্মানের ও আনন্দের। প্রসঙ্গত, সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মীর সাব্বির, আবু হুরায়রা তানভীর ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী, তানিন তানহা প্রমুখ। আর বিদেশে যারা সিনেমাটি উপভোগ করতে চান তারা বঙ্গস ফিল্ম ডট কমে গিয়ে টিকেট সংগ্রহ করতে পারবে।